
নবান্ন ঘিরে একাধিক প্রশাসনিক ভবন তৈরি করবে রাজ্য। জানা গেছে, দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের গা ঘেঁষে ওই বাড়িগুলো তৈরি হবে। ইতিমধ্যেই ডিপিআর তৈরির কাজ চলছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ব বাংলা অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে, আপাতত একটি বিল্ডিং “নবান্ন- ২” নামে তৈরি হবে৷ সেটি ১৯ তলার। দ্বিতীয় বাড়ি হবে তিনতলা। সেখানে থাকবেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অফিসাররা।
সম্পাদনা: আরএ/আরবি/এনএম