আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
আবাসন উৎসবে মূল্য পরিশোধে ফ্রি রেজিস্ট্রেশন

রাজধানীর শান্তিনগরে নতুনধরা এসেটস্ লিমিটেডের উদ্যোগে চলছে তিনদিনব্যাপী আবাসন উৎসব। ‘নতুন প্রজন্মের নতুন পৃথিবী’ এই শ্লোগানে বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি) থেকে শান্তিনগরের দি ক্বারী হাউজে এ উৎসব শুরু হয়েছে। চলবে আগামীকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত। বৃহস্পতিবার এই উৎসবের উদ্বোধন করেন নতুনধরা এসেটস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদী উজ জামান।

এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উৎসব উপলক্ষে বিভিন্ন অফারে নতুন ধরা’র প্লট কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। একই সাথে এককালীন মূল্য পরিশোধে ১৮১টি প্লটে ফ্রি রেজিস্ট্রেশনেরও সুযোগ থাকছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মেরিনা সাদী ও নির্বাহী পরিচালক ফেরদৌস আলম খান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ শাহীন মিঞা শিকদার।

সম্পাদনা: আরএ/আরবি/এনএম