
দেশের আবাসন খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতিমালার সংস্কার করেছে বাংলাদেশ ব্যাংক। আবাসন খাতে অশ্রেণিকৃত ঋণের বিপরীতে এখন থেকে ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ প্রভিশন রাখা যাবে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে তফসিলি ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেয়া হয়েছে। প্রসঙ্গত, আবাসন খাতে ঋণ ভোক্তাঋণ হিসেবে পরিচিত।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকগুলো যাতে আবাসনে বিনিয়োগ বাড়াতে পারে তার জন্য তার প্রভিশন সংরক্ষণ নীতিমালাটি সংস্কার করা হচ্ছে। এতে এই খাত যেমন চাঙা হবে তেমনি এই খাতের সঙ্গে সম্পৃক্ত অন্য খাতগুলো আরও গতিশীল হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক, কোনো ব্যাংক তার মোট ঋণের ১০ শতাংশের বেশি আবাসন খাতে বিতরণ করতে পারবে না। এই খাতে অশ্রেণিকৃত ঋণের ২ শতাংশ বর্তমানে প্রভিশন রাখতে হয়। কিন্তু এই হার পরিবর্তন করে অর্ধেক করা হয়েছে। অর্থাৎ নতুন নিয়ম মোতাবেক, আবাসন খাতে অশ্রেণিকৃত ঋণের এক শতাংশ প্রভিশন রাখা যাবে।
উল্লেখ্য, আবাসন খাতের সংকট কাটাতে ২০ হাজার কোটি টাকা ঋণ চান এ খাতের ব্যবসায়ীরা। তাঁরা এক অঙ্ক সুদে এই ঋণ চান।
সম্পাদনা: আরএ/আরবি/এমএন