
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ভাঙিয়ে ভারতে ফ্ল্যাট বিক্রির অভিযোগ উঠেছে। এই আবাসন কোম্পানির প্রধান নির্বাহী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তিনি ট্রাম্পের বড় ছেলে। ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনে ট্রাম্পের নাম বিক্রি করা হচ্ছে বলে সিএনএন এর খবরে বলা হয়েছে।
এদিকে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভারত সফরে এসেছেন ট্রাম্প জুনিয়র। তিনি তাঁর ফ্ল্যাট ক্রেতাদের সঙ্গে নৈশভোজে যোগ দেন বলে জানা যায়। অন্যদিকে, ট্রাম্প জুনিয়রের এই সফর নিয়ে গণমাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এবং তাঁর ছেলে এমন কাজ করতে পারেন কিনা তা নিয়ে বিতর্ক উঠেছে।
ভারতের মিডিয়ায় ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনে বলা হচ্ছে, ‘ট্রাম্প এখানে, আপনি কি আমন্ত্রণ পেয়েছেন? ২১ ফেব্রুয়ারির আগে ফ্ল্যাট বুকিং দিলেই ট্রাম্প জুনিয়রেরর সঙ্গে নৈশভোজ ও আলাপচারিতার সুযোগ মিলবে’।
এই সফরের অংশ হিসেবে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ট্রাম্প জুনিয়র ।
সম্পাদনা : জেডএইচ/আরএ/আরবি/