আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
২৪০ কোটি টাকায় ফ্ল্যাট বিক্রি

২৮ টি পার্কিং প্লট। ৩৮ তলা বাড়ি। মুম্বইয়ে এই বিলাসবহুল ফ্ল্যাটই বিক্রি হয়ে গেল ২৪০ কোটি টাকায়। মুম্বইয়ে সম্পত্তি লেনদেনের ইতিহাসে এত বড় অঙ্ক আগে কখনই দেখা যায়নি। মুম্বইয়ের সবচেয়ে বড় অঙ্কের কর জমা করে জেন শিল্পপতি পরিবার, সেই তাপারিয়া গ্রুপ এই বিশাল অঙ্কের টাকা দিয়ে কিনে নিল ৪টি আলাদা আবাসন। যাঁর মোট মূল্য ২৪০ কোটি টাকা।

নেপিনজি রোডের উপর রুনুয়াল গ্রুপ তৈরি করছে একটি বিলাসবহুল আবাসন। সেই আবাসন তৈরি হচ্ছে মুম্বইয়ের শেষতম ঐতিহ্যবাহী স্থাপত্য কালিচাঁদ হাউজের কাছে। আর সেখানেই প্রতি বর্গফুট আবাসনের দাম ধার্য করা হয়েছে প্রায় ১.‌২ লক্ষ টাকা। ফলে সাড়ে চার হাজার বর্গফুটের এই আবাসনের দাম দাঁড়িয়েছে মোট ২৪০ কোটি টাকা।

কিন্তু যাঁরা কিনেছেন, তাঁদের পরিচয়টাও অবাক করা। তাপারিয়া পরিবারের একটি বিশাল কন্ট্রাসেপটিভের ব্যবসা ছিল। কয়েকবছর আগেই যা প্রায় সাড়ে চার হাজার কোটি দরে বিক্রি করে দেন তাঁরা। এরপরে অবশ্য একটি ১১০০ বর্গফুটে ফ্ল্যাট তাঁরা কিনে নেন। এই বান্দ্রা কুর্লা এই বিলাসবহুল ফ্ল্যাটেরও দাম ছিল ৬০ কোটি টাকা।