আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
শ্বেতাঙ্গ কৃষকদের জমি কেড়ে নেওয়ার ঘোষণা প্রেসিডেন্টের

দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের জমি কেড়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এতে কোনো ক্ষতিপূরণ পাবে না শ্বেতাঙ্গ কৃষকরা। পরে এই জমি কালো আফ্রিকানদের মাঝে সুষমভাবে বণ্টন করে দেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

প্রেসিডেন্টের মতে, শ্বেতাঙ্গদের হাতে জমি চলে যাওয়া ছিল সত্যিকারের পাপ। এখন জমি ফিরিয়ে এনে অতীতের পাপমোচন করতে চাচ্ছেন তিনি।

সিরিল রামাফোসা বলেন, শ্বেতাঙ্গদের কৃষকদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হবে। এতে কোনো ক্ষতিপূরণ পাবে না শ্বেতাঙ্গ কৃষকরা। পরে এই জমি কালো আফ্রিকানদের মাঝে সুষমভাবে বণ্টন করে দেয়া হবে। এই পদক্ষেপে দেশটির কৃষি ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত করবে না বলে জানান দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, একই রকম পদক্ষেপ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে নিয়েছিল। ১৯৯০-২০০০ সালে জিম্বাবুয়ের হাজারো শ্বেতাঙ্গ কৃষকের কাছ থেকে জোর করে জমি কেড়ে নিয়েছিল মুগাবে সরকার। তখন জিম্বাবুয়েতে খাদ্য উৎপাদন কমে গিয়েছিল। তার ধাক্কা গিয়ে পড়ে জিম্বাবুয়ের অর্থনীতিতে। সূত্র : আরটি