আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
ব্যাংকের ঋণ অনুমোদন লিখতে হবে বাংলায়

বাংলাদেশ ব্যাংকের (বিবি) ঋণ অনুমোদনের ক্ষেত্রে প্রতিটি ব্যাংককে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশনা দিয়েছে। সব ব্যাংকে বাংলা ভাষা চালু আইন ১৯৮৭-এর লক্ষ্য বাস্তবায়নের জন্য রোববার (২৫ ফেব্রুয়ারি) এ নির্দেশনা দেয়া হয়। আগামী ১ জুলাই ২০১৮ থেকে নির্দেশনা কার্যকর করা হবে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বস্তরে বাংলা ভাষা চালু আইন ১৯৮৭-এর বাস্তবায়নে ও গ্রাহকের সুবিধার কথা ভেবে ঋণ অনুমোদনের ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্যাংকসমূহ ঋণ অনুমোদনপত্রে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাও ব্যবহার করতে পারবেন। ১ জুলাই ২০১৮ থেকে নির্দেশনা কার্যকর করা হবে।

সম্পাদনা: আরএ/আরবি/এমএন