আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
সারোয়ার জাহানের “আগুন রাঙা ঢেউ’’ পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়

প্রতিভাবান লেখক সারোয়ার জাহানের “আগুন রাঙা ঢেউ’’ পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়। ১৯  ফেব্রুয়ারি বই টি মেলায় আসে। বই টি প্রকাশ করেছে মেলা প্রকাশনী।

লেখক জানান, বইটিতে তিনটি গল্প রয়েছে। প্রথমটি একটি প্রেমের গল্প। প্রথম গল্পের নাম অনুসারে এই বইটির নামকরণ করা হয়েছে। লেখক বইটি উৎসর্গ করেছেন তার দুই খালা মহরুম নুরুম বাছার ফাতেমা এবং নুরুচ্ছামা গুলবাহারকে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে একুশে বই মেলায় লেখকের প্রথম গ্রন্থ জ্যোৎস্না রাতে এবং ২০১০ সালে বিবর্ণ প্রজাপতি প্রকাশিত হয়। ছাত্রজীবনে প্রতিভা এবং কীটনাশক নামে দুটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করতেন।

ময়মনসিং জেলায় নান্দাইলে জন্ম গ্রহণ করা এই লেখক ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে এমএসসি সম্পন্ন করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব এ ডেপুটি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন।