
অর্ধেক আকাশ এখন আর গৃহবন্দি নেই। কর্মজগতে এখন মহিলারাও পুরুষদের সঙ্গে তাল মেলাচ্ছেন সমান তালে। বাইরের জেলায় এসে দূরত্বের কারণে অনেকেই রাতে ফিরতে পারেন না। তাই এবার রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত মহিলাদের জন্য হস্টেল বাড়ানোর উদ্যোগ নিতে চলেছে আবাসন দপ্তর৷ চলতি বছরের বাজেটে এই কাজের জন্য ৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷
আবাসন দপ্তর সূত্রে খবর, মেয়েদের ছ’টি হস্টেল বর্তমানে রয়েছে৷ সেগুলি হল- দুর্গাপুরের অনন্যা (৪০ শয্যা), সল্টলেকের স্বয়ংসিদ্ধা (৪৪ শয্যা), যাদবপুরের ইব্রাহিম রোড (৭৬ শয্যা), বেচারাম চ্যাটার্জি স্ট্রিট (৩৪ শয্যা), বনমালি নস্কর রোড (৬১ শয্যা), জলপাইগুড়ির মালবাজার (৬১ শয্যা)। এছাড়াও দু’টির কাজ শেষ পর্যায়ে ও তিনটির কাজ শুরু হয়েছে। দ্রুত সেগুলি শেষ করা হবে বলে জানা গিয়েছে৷
আবাসন দপ্তরের এক কর্তা জানিয়েছেন, অত্যন্ত স্বল্পমূল্যেই কর্মরত মহিলাদের জন্য ওই হস্টেলগুলিতে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও মহিলারা স্বল্প মূল্যেই নতুন আবাসনগুলিতে থাকতে পারবেন।
সম্পাদনা: আরএ/আরবি/এমএন