
ভূয়া সাইনবোর্ড ব্যবহার করে গন্ধরাজ রিয়েল এস্টেট লি: কর্তৃক রাজধানীর ডেমরা মাতুয়াইল নিউ আবাসিক টাউন ১নং রোড এলাকায় অবৈধভাবে আড়াই কাঠা জমির উপর ৮তলা বহুতল ভবন নির্মনের অভিযোগ পাওয়া গেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কোন প্রকার নিয়মনীতি তোয়াক্কা না করেই গন্ধরাজ রিয়েলস্টেট লি: এর চেয়ারম্যান মো: মঞ্জুরুল ইসলাম ও ম্যানেজিং ডিরেক্টর শেখ মো: নূর-উননবী উক্ত অবৈধ ভবনটি নির্মান করিয়াছেন বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বিষয়টি জানার জন্য সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইনবোর্ড ব্যানারে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেই ঠিকানা মোতাবেক গিয়ে খোজ নিয়ে জানাযায়, গন্ধরাজ রিয়েল এস্টেট লি: নামে কোন প্রতিষ্ঠান খুজে পাওয়া যায়নি। পরবর্তিতে উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: মঞ্জুরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করিলে তিনি বলেন, রাজউকের কোন অনুমোদন নেইনি, আমরা রাজউকের কর্তৃপক্ষকে ম্যানেজ করেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি পত্রিকায় সংবাদটি প্রকাশ না করার জন্য বিভিন্ন মাধ্যম দ্বারা প্রতিবেদককে শ্বাসানোর চেষ্টা চালায়।