আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
নতুনধরা এসেটসের একক আবাসন উৎসব

দিলকুশার হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ২০ মার্চ থেকে চলছে ৩ দিনব্যাপী নতুনধরা একক আবাসন উৎসব। উৎসবের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদী-উজ-জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মেরিনা সাদী ও নির্বাহী পরিচালক ফেরদৌস আলম খান। উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব সেলস্ অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ শাহীন মিঞা শিকদার। সংবাদ বিজ্ঞপ্তি।