
দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আবারো অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করতে যাচ্ছে তিনদিনের আবাসন মেলা। আগামী ২০ এপ্রিল থেকে এই মেলা শুরু হয়ে চলবে ২২ এপ্রিল পর্যন্ত। ক্যাম্পসীর অরিয়ন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে রিহ্যাব এর সদস্য বিভিন্ন নামকরা ৩৫টি প্রতিষ্ঠানের স্টল থাকছে।
রিহ্যাব সূত্রে জানা গেছে, ২০শে এপ্রিল, বিকেল ৬টায় এই মেলার উদ্বোধন করা হবে। ২১ এপ্রিল শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা এবং ২২ এপ্রিল রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় সরকারি গৃহঋণ দানকারি প্রতিষ্ঠান হাউজি বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন অব বাংলাদেশ অংশ নিচ্ছে। তারা প্রবাসীদের মাঝে ব্যাপকভাবে ঋণ দেওয়ার লক্ষ্যে এই মেলায় অংশ নিচ্ছে।
মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে কোনো টিকিট লাগবে না বরং আগত দর্শকদের জন্য বিশেষ র্যাফেল ড্রয়ের ব্যবস্থা থাকবে।আয়োজকদের প্রধান উদ্দেশ হচ্ছে অস্ট্রেলিয়া প্রবাসীদের, বাংলাদেশে স্বপ্নের আবাসন এর ব্যবস্থা করে দেওয়া। মেলা উপলক্ষে থাকবে ব্যাপক মূল্য ছাড়।
২০১১ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী আবাসন মেলা করে রিহ্যাব। এটা তাদের ২য় আয়োজন।