আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
বাংলাদেশের আবাসন উন্নয়নে কাজ করতে আগ্রহী তুরস্ক

বাংলাদেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর আবাসন উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক সরকার। ৯ এপ্রিল তুরস্কের আঙ্কারায় দেশটির পরিবেশ ও নগরায়নবিষয়ক ডেপুটি মিনিস্টার মেহমেত সিলানের সঙ্গে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দ্বিপক্ষীয় আলোচনায় এ বিষয়টি গুরুত্ব পায়। মেহমেত সিলান দুর্গত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়দানে সাহসী ভূমিকা নেয়ার জন্য তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

ডেপুটি মিনিস্টার সিলান ভূমি প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করে জানান, বাংলাদেশের ভূমি জরিপ, মানচিত্র প্রণয়ন, নগর পরিকল্পনা, নিু আয়ের জনগোষ্ঠীর জন্য আবাসন উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য পানি পরিশোধনে তুরস্ক সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের কারিগরি সহায়তা দেয়া হবে। বাংলাদেশের জনগণের প্রতি তুরস্ক সরকারের আন্তরিকতা ও সদিচ্ছার জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান ভূমি প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে দু’দেশের মধ্যে একটি চুক্তি বা সমঝোতা স্মারক প্রস্তুত করতে তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান। তুরস্কের ডেপুটি মিনিস্টার উভয় দেশের মধ্যে সম্পাদনযোগ্য এ সংক্রান্ত এক দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকের খসড়া প্রস্তুত করবেন বলে ভূমি প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।