
স্বল্প ও মধ্যবিত্তদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে নিবন্ধন ব্যয় ৭ শতাংশে নামিয়ে আনার আহবান জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় রিহ্যাব এর পক্ষ থেকে এ আহবান জানানো হয়।
একই সাথে বিনা প্রশ্নে পাঁচ বছরের জন্য অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ, সেকেন্ডারি বাজার ব্যবস্থা প্রচলনসহ ১২ দফা দাবি এনবিআর এর নিকট হস্তান্তর করে রিহ্যাব।
আলোচনায় অংশ নেন রিহ্যাব সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, পরিচালক প্রকৌশলী মো: মহিউদ্দিন শিকদার ও মো: জহির আহমেদ।
রিহ্যাবের সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া সাপ্লায়ার ভ্যাট সংগ্রহে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একই সাথে আবাসন শিল্পের সমস্যা সমাধানকল্পে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেন।
প্রাক-বাজেট আলোচনায় সিমেন্ট ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন, রি রোলিং মিলস এসোসিয়েশন, ইট-পাথর ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন লিংকেজ শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।