আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
প্রাইম অ্যাসেট গ্রুপের বৈশাখী আবাসন মেলা

“বছর পেরিয়ে এলো বাঙ্গালীর বৈশাখ, আনন্দ উল্লাসের ভীরে দুঃখ ধুয়ে মুছে যাক” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে “প্রাইম এসেট গ্রুপ”সপ্তাহব্যাপী আয়োজন করেছে একক “বৈশাখী আবাসন মেলা ২০১৮”। রাজধানীর গুলশান-১ এ প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিস জব্বার টাওয়ারে এ মেলার আয়োজন করা হয়।

১৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এই একক আবাসন মেলায় প্রকল্পসমূহে সর্বোচ্চ ৩০% পর্যন্ত মূল্য ছাড় রয়েছে, এছাড়া প্লট বুকিং-এ LED ৩২” টিভিসহ  আরো থাকছে নানা রকম পুরস্কার ।

গতকাল প্রাইম অ্যাসেট গ্রুপের উপদেষ্টা সাব্বীর হোসেন খান এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার শাহ আরিফ বিন হাবিব এবং ডিরেক্টর অপারেশন মো. হাবিবুর রহমান।