
এপিক প্রপার্টিজের বৈশাখী আবাসন মেলায় ব্যাপক সাড়া মিলেছে। শুরুর পর থেকে প্রতিদিন ফ্ল্যাট কিনতে আগ্রহীরা যোগ দিয়েছেন মেলায়। ব্যবসায়ী কিংবা ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসকরাও এপিকের মেলায় এসেছেন নিজেদের পছন্দের ঠিকানাটি বেছে নিতে। ভিড় করেছেন এপিকের বৈশাখী আবাসন মেলায়। ইতোমধ্যে কয়েকটি ফ্ল্যাটের বুকিংও দিয়েছেন অনেকে। এপিক প্রপার্টিজ চট্টগ্রামসহ দেশের আবাসন খাতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। দীর্ঘ ১৫ বছর ধরে সুনামের সাথে আবাসন খাতকে সমৃদ্ধ করে চলেছে প্রতিষ্ঠানটি। সূত্রে জানা গেছে, এবারের মেলায় ঢাকা ও চট্টগ্রাম মিলে ২১টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক প্রজেক্ট নিয়ে এসেছে এপিক। এর মধ্যে চট্টগ্রামে চট্টেশ্বরী রোড, দেব পাহাড়, চন্দনপুরা, ফিরিঙ্গী বাজার, কালামিয়া বাজার, কাতালগঞ্জ আবাসিক এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, ও আর নিজাম রোড আবাসিক এলাকা, দক্ষিণ খুলশী, লালখান বাজার, নন্দন কানন এবং রাজধানী ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা, রামপুরা, কাওরান বাজারের মতো ব্যস্ততম এলাকায় এপিকের প্রজেক্ট রয়েছে। মেলা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ক্রেতাদের আগ্রহের কারণে মেলা উপলক্ষে শুক্রবারেও অফিস খোলা থাকবে।
এপিক প্রপার্টিজ এর ব্যবস’াপনা পরিচালক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান বলেন, ‘গ্রাহকের সর্বোচ্চ সন’ষ্টিই আমাদের একমাত্র লক্ষ্য। এপিকের সুনাম রয়েছে বলেই ১৫ বছর ধরে এপিক গ্রাহকদের মন জয় করে আবাসন খাতকে সমৃদ্ধ করেছে। আমাদের প্রত্যেকটি প্রকল্প ও ফ্ল্যাট নির্মাণে বুয়েটের মেধাবী প্রকৌশলীরা নিয়োজিত রয়েছে। আমাদের প্রত্যেকটি প্রজেক্টে নান্দনিক শৈলী ও গুণগত মানের প্রাধান্য দেয়া হয়। বাজারে অনেক আবাসন প্রতিষ্ঠান রয়েছেন। বাজারে গ্রাহকরাই মূল বিচারক। তারা গুণাগুণ বিচার করেই এপিককে বেছে নেবে বলে আমরা বিশ্বাস করি।’