আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
নতুনধরা একক আবাসন উৎসবের উদ্বোধন

চলছে তিন দিনব্যাপী নতুনধরা একক আবাসন উৎসব নিউ ইস্কাটন রোডের ‘রেড অর্কিড রেস্টুরেন্টে’ । উৎসবের উদ্বোধন করেন ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদী-উজ-জামান ও কোম্পানির চেয়ারম্যান বজলুর রহমান। আরো উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক ফেরদৌস আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মেরিনা সাদী। ‘নতুন প্রজন্মের নতুন পৃথিবী’ স্লোগানে একক আবাসন উৎসবে থাকছে বৈশাখী ঝড়ো অফার : বুকিং দিলেই গোল্ড কয়েন উপহার ও রিয়েল এস্টেট সেক্টরে এই প্রথম এককালীন মূল্য পরিশোধে ২০১টি প্লটে ফ্রি রেজিস্ট্রেশন দিচ্ছে নতুনধরা এসেটস লিমিটেড। বিজ্ঞপ্তি।