আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
বাজেট আলোচনায় আবারও নিবন্ধন ব্যয় কমানোর দাবি জানালো রিহ্যাব

বাজেট নিয়ে এনটিভি আয়োজিত সরাসরি অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ আলোচনায় অংশ নিয়ে আবারও নিবন্ধন ব্যয় কমানোর দাবি জানিয়েছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া এই দাবি জানান। দেশের অর্থনীতিতে আবাসন খাতের নানা অবদান তুলে ধরে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বর্তমানে নিবন্ধন ব্যয় ১৬ শতাংশ। এই নিবন্ধন ব্যয় ৭ শতাংশে কমিয়ে আনার দাবি জানান লিয়াকত আলী ভূইয়া।সিমেন্ট শিল্পের শহিদুল্লাহ বলেন, সিমেন্টার ক্লিংকারের ওপর ভ্যাট কমানোর প্রস্তাব করছি। কারণ আমরা এখন সিমেন্ট রপ্তানি করছি।

উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবেং অংশ নিয়ে  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী বাজেটে করপোরেট ট্যাক্স কমানো হবে।  তবে বিদ্যুতের দাম আরো বাড়বে। যতই দিন যাবে বিদ্যুতের দাম বাড়তেই থাকবে। যতটা সম্ভব সহনীয় মাত্রায় থাকে সেটা সরকার দেখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

৮ মে, মঙ্গলবার রাতে রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে ওই অনুষ্ঠান শুরু হয়। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠান নিবেদন করে আইএফআইসি ব্যাংক।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এবারের বাজেট নির্বাচনী বাজেট নয়। এবারের বাজেট চার লাখ ৬০ হাজার কোটি টাকার মতো হবে। তা আগামী চার-পাঁচ দিনের মধ্যে চূড়ান্ত হবে।’

২০১৮-১৯ অর্থবছরের বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশাগুলোকে নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষকসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিতেই এনটিভি ও এফবিসিসিআইর যৌথ উদ্যোগ ‘কেমন বাজেট চাই’। এগারো বারের মতো এ আয়োজনে আগামী অর্থবছরের বাজেট নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তুলে ধরা হয় প্রত্যাশা এবং চ্যালেঞ্জের বিভিন্ন দিক।

এবারের আয়োজনে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ড. কে এ এস মুর্শেদ, ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান ও এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির।

অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম। অনুষ্ঠানটির সৌজন্যে ছিল আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, এনসিসি ব্যাংক ও জিপিএইচ ইস্পাত।

বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ব্যবসায়ীরা ব্যবসা করলে সেখানে লাভ-লোকশান থাকবে। সেজন্য একটি এক্সিট পয়েন্ট রাখতে হবে। তিনি বলেন, একজন ব্যবসায়ী বলেছেন ঢাকা চট্টগ্রাম ছয় লেন করার কথা। কিন্তু সেটি করলে লাভ হবে না। তার চেয়ে ভালো একটি নির্দিষ্ট রেললাইন করা উচিত শুধু কন্টেইনারের জন্য। তিনি বলেন, সব ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ রাখতে হবে।