আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
যে কারণে পূর্বাচল এত গুরুত্বপূর্ণ

০১. নির্মীয়মান দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক সুপরিকল্পিত শহর ‘‘পূর্বাচল নিউ টাউন”।
০২. সচিবালয়, রাজউক অফিসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনা স্থানান্তরিত হবে পূর্বাচলে। অর্থাৎ ‘পূর্বাচল’ হবে আগামী দিনে রাজধানীর প্রাণকেন্দ্র।
০৩. বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হবে ‘পূর্বাচলে’।
০৪. বিদেশী দূতাবাস ও বিশ্বব্যাংক সহ অন্যান্য আন্তর্জাতিক অফিস সমুহ স্থানান্তরিত হবে ‘পূর্বাচলে’।
০৫. ‘পূর্বাচল নিউ টাউন’ হবে বহু আকাঙ্খিত যানজট মুক্ত আধুনিক শহর। কারণ এটি সুপরিকল্পিত এবং এতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত রাস্তা (১৮০-৩০০ ফুট) এবং দেশের বৃহত্তম ও দৃষ্টিনন্দন ফ্লাইওভার।
০৬. “পূর্বাচল”হবে যানজট, শব্দ দূষণ ও বায়ু মুক্ত, মনোরম পরিবেশের আদর্শ শহর- থাকবে সবুজে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর।
০৭. সর্বাধুনিক শিক্ষাব্যবস্থা ও উন্নত স্বাস্থ্য অবকাঠামোর সমন্বয়ে গঠিত এই প্রকল্প ‘‘পূর্বাচল নিউ টাউন’’।
০৮. পরিকল্পিত বাণিজ্যিক স্থাপনা নির্মাণের ফলে ‘পূর্বাচল’ এর গুরুত্ব ও স্থানিক মূল্য বৃদ্ধি পাবে বহু গুণ।
০৯. ‘পূবাচলে’ নির্মিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত উঁচু ভবন “RAJUK ICONIC TOWER” যাহা ১৪২ তলা উচ্চ মান সম্পন্ন।
১০. ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরবর্তী ভেনু হতে যাচ্ছে ‘‘পূর্বাচল নিউ টাউনে” , যার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।