আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে রিহ্যাব

মানুষের নিরাপদ বাসস্থান নিশ্চিতে দীর্ঘদিন কাজ করছে রিহ্যাব। সবার ভালোবাসায় এতদুর এসেছে। আগামীতেও রিহ্যাবের পাশে থাকবেন আপনারা। এমন প্রত্যাশা রিহ্যাব পরিবারের।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশে (রিহ্যাব) আয়োজিত ইফতার মাহফিলের আলোচনা সভায় গতকাল রোববার সংগঠনটির চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী এসব কথা বলেন। নগরীর চট্টগ্রাম ক্লাব ব্যাংকুইট হলে এই অনুষ্ঠানের আয়োজন হয়। আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, আবাসন ব্যবসার অবস্থান তেমন ভালো না। এই ব্যবসার সুদিন ফিরিয়ে আনতে হবে। এজন্য তিনি আগতদের কাছ থেকে দোয়া কামনা করেন।