
রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন) এর যৌথ উদ্যোগে “জাতীয় অর্থনীতিতে আবাসন খাত” র্শীষক গোলটেবিল আলোচনা আগামীকাল অনুষ্ঠিত হবে।
আগামীকাল ২ জুন, ২০১৮ তারিখ শনিবার সকাল ১০.৩০ টায় স্যামসন এইচ চৌধুরী সেন্টার, ঢাকা ক্লাবে উক্ত গোল টেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, এমপি।
অনুষ্ঠানে রিহ্যাব নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অর্থনীতিবিদ, আবাসন খাত সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ এবং বিশেষজ্ঞরা তাদের মূল্যবান মতামত তুলে ধরবেন।
বিগত কয়েক বছর ধরে এ গোলটেবিল আলোচনায় নিবন্ধন ব্যয় কমানো, স্বল্প ও মধ্য বিত্তদের জন্য একটি বিশেষ তহবিল গঠন সহ নানাবিদ দাবি জানিয়ে আসছে সংগঠনটি।