
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমি আছে, কিন্তু ঘর নেই, এমন নাগরিকদের নিজ জমিতে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, আরসিসি খুঁটি, বাঁশ-কাঠ সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আ.ন.ম. আলমগীর হুসাইন। প্রকল্পের আওতায় শিবগঞ্জ পৌরসভায় ১৫ জন উপকার ভোগীর মাঝে বাড়ী নির্মাণ সামগ্রী তুলে দেন তিনি।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থায়ন প্রকল্পে অধীন তাদের হাতে এ সব সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, ফিরোজ আহম্মেদ রিজু, মোজাফ্ফর হোসেন প্রমুখ।
প্রকল্পের আওতায় নিজ জমিতে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, আরসিসি খুঁটি, বাঁশ-কাঠ সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী পেয়ে দারুন খুশি উপকারভোগীরা। তারা জানিয়েছেন, তাদের সামান্য জমি থাকলেও অর্থাভাবে ঘর নির্মাণ করতে পারছিলেন না।