
অনলাইনভিত্তিক রিয়েল এস্টেট মার্কেট প্লেস লামুদির পাঁচ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে লামুদির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আনা মারিয়া হারম্যান্সসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনা মারিয়া জানান, পাঁচ বছর পূর্তি উপলক্ষে লামুদি ‘আমার শহর আমার গর্ব’ নামে দেশব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এর আওতায় লামুদির প্রচার অভিযানে ব্যক্তিদের একটি স্বতন্ত্র ছবির মাধ্যমে শহরের অনন্য রূপ ও চরিত্র ক্যামেরাবন্দি হবে। হ্যাসট্যাগ ব্যবহার করে সব ছবি ওয়েবসাইটে (www. amarshohoramargorbo.com) আপলোড করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের বিশেষ সৌন্দর্য প্রদর্শন করা হবে। এছাড়া ছবিগুলো শহর, এলাকা ও ঋতুভিত্তিক ট্যাগ করা হবে, যেন তা গুগল ও অন্যান্য পোর্টালে সর্বোচ্চ অবদান রাখতে পারে।
লামুদি একটি অনলাইন প্লাটফর্ম, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সুবিধা প্রদানকারী এবং সম্পত্তি ক্রয়, ভাড়া ও বিক্রয় করতে সহায়ক হিসেবে কাজ করে। যুগান্তর