
উত্তরা ১৩নং সেক্টরের শিশু পার্কটি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। রাজউকের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা সেক্টরের এক মাত্র এই শিশু পার্কটিকে বাণিজ্যিক প্লট বানিয়ে বিক্রি করতে চায়। অতীতেও সেক্টরবাসী আন্দোলনের মাধ্যমে এটি রক্ষা করেছে, বর্তমানেও দূর্বার আন্দোলনের মাধ্যমে যে কোন মূল্যে শিশু পার্কটি রক্ষায় সেক্টর বাসী ঐক্যবদ্ধ।