রাজধানীর দক্ষিণ বাড্ডা দারোগাবাড়ি মোড় সংলগ্ন পুলিশ প্লাজার পেছনে ১ একর ১৩ শতাংশ জমি ক্ষতিপূরণ দিয়ে দখলে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।
রোববার দুপুরে হাতিরঝিলের লেকপার অংশে অভিযান পরিচালনার মধ্যদিয়ে জমি দখলে নেয়া হয়।
অভিযানে প্রায় ১৫টির মত দোকান, ফ্যাক্টরি, অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
এ ব্যাপারে হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (রাজউক) জামাল আক্তার ভূঁইয়া বলেন, হাতিরঝিলের সৌন্দর্যবর্ধনের জন্য ১ একর ১৩ শতাংশ জায়গা দখলে নেয়ার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তবে এই জমি ব্যক্তি মালিকাধীন হওয়ায় ক্ষতিপূরণ বুঝিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
উচ্ছেদ অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ছাড়াও রাজউকের কর্মকর্তা ও আঞ্চলিক অফিসাররা উপস্থিত ছিলেন।