আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
আবাসিক সংকট নিরসনে অচিরেই প্লট ও ফ্ল্যাটের ব্যবস্থা করা হবে

নগরীর নাসিরাবাদস্থ দি চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দি চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন । তিনি গতকাল সকালে ফলক উম্মোচন করে ‘পার্ক ভিস্তা’ আবাসিক ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। দি চিটাগাং কা–অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর নিজস্ব অর্থায়নে ১০ তলা বিশিষ্ট এই ভবনে নির্মাণে ব্যয় হয় ২০ কোটি টাকা। এতে ৩২ জন সদস্য নামমূল্যে ফ্ল্যাট প্রাপ্ত হয়। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে সিটি মেয়র হাউজিং সোসাইটিকে একটি সুন্দর নান্দনিক সোসাইটির রূপ দিতে তার পরিকল্পনার কথা সভায় তুলে ধরেন। তিনি বলেন, সোসাইটির সদস্যদের কল্যাণে আবাসিক সংকট নিরসনে অচিরেই প্লট ও ফ্ল্যাট ব্যবস্থা করা হবে। সোসাইটিতে বসবাসরত সোসাইটির সদস্য ও তাদের পরিবার বর্গের উন্নত জীবন, স্বাস্থ্য সেবা, বিনোদন চাহিদা মিটানোর লক্ষে নাসিরাবাদ সোসাইটি পার্ককে নতুন আঙ্গীকে রূপ দেয়া হবে। এর জন্য অনুমানিক ২০লক্ষ টাকা প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সোসাইটি পার্ক ভিস্তা আবাসিক ভবন নির্মাণ সম্পর্কের কথা উল্লেখ করে মেয়র বলেন, সোসাইটির ব্যবস্থাপনা কমিটি কর্মকর্তা–কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এটা সম্ভব হয়েছে। এতে স্বচ্ছতা,জবাবদিহিতার মাধ্যমে সকল কর্মকান্ড পরিচালিত হয়েছে। সিটি মেয়রের সাথে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সোসাইটির সহ–সভাপতি মোহাম্মদ ইদ্রিছ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সদস্য সৈয়দ রফিকুল আনোয়ার, আলাউদ্দিন আলম, জেড এস মো. বখতেয়ার, শাহ আলম বাবুল, মো. নুরুল ইসলাম মিন্টু, মো. রাশেদুল আমিন, মো. নুরুল ইসলাম শাহীন এবং সাবেক পরিচালক মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ । অনুষ্ঠানে মেয়র ফ্ল্যাট গ্রহীতাদের মাঝে ঘরের চাবি এবং কাগজপত্র হস্তান্তর করেন।