আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
আজ থেকে শুরু হলো ৪ দিনব্যাপী পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা

পূর্বাচল আমেরিকান সিটির আয়োজনে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) হোটেল লা মেরিডিয়ান এবং আগামী শনিবার ( ২১ জুলাই) রেড চিলি রেস্টুরেন্টে পর্যায়ক্রমে চার দিনব্যাপী একক আবাসন মেলা শুরু হতে যাচ্ছে। মেলার আয়োজন হিসেবে রয়েছে বাংলাদেশে আবাসন খাতের প্রতিষ্ঠান ইউএস-বাংলা অ্যাসেটস।

প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একক আবাসন মেলার আয়োজন করে থাকে ইউএস-বাংলা এসেটস।

এ বছর ইতিমধ্যে বন্দরনগরী চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু, ঢাকার হোটেল ওয়েস্টিন, আমেরিকার নিউ ইয়র্ক, কানাডার টরেন্টো ও অস্ট্রেলিয়ার সিডনিতে মেলা অনুষ্ঠিত হয়েছে। দেশ ও বিদেশের মেলাগুলোতে প্রচুর দর্শকের আগমন ঘটে এবং তাতে আশানুরূপ সাড়া মেলে। পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন অঞ্চল এবং দেশের বিভিন্ন জেলা শহরে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা আয়োজনের পরিকল্পনা করছে ইউএস-বাংলা অ্যাসেটস। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন শহরে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আগামী ১৯-২২ জুলাই হোটেল লা মেরিডিয়ান, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা এবং ২১-২৪ জুলাই রেড চিলি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, বনশ্রী, রামপুরা, ঢাকায় আবাসন মেলা চলবে। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

‘এবার হোক-জমিতেই বিনিয়োগ’- এই স্লোগানকে সামনে রেখে পূর্বাচল আমেরিকান সিটিতে এ মেলায় দেওয়া হচ্ছে সুবর্ণ সুযোগ। পূর্বাচল আমেরিকান সিটির প্রকল্পে সর্বশেষ পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে ডুপ্লেক্স জোন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০২০ সালের জুন মাসের মধ্যে তা হস্তান্তরের পরিকল্পনাও করেছে ইউএস-বাংলা এসেটস।

আবাসন সংকট নিরসনে ইউএস-বাংলা গ্রুপ ঢাকার অতি সন্নিকটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ মিনিটের দূরত্বে গড়ে তুলেছে পূর্বাচল আমেরিকান সিটি। পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্পে থাকছে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, ইন্টারন্যাশনাল স্কুল, স্পোর্টস কমপ্লেক্স, অ্যামিউজমেন্ট পার্ক, পাঁচ তারকা বিশিষ্ট আবাসিক হোটেল, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মডার্ন শপিং কমপ্লেক্স, নাইন হোল গলফ কোর্স, হেলিপোর্ট, ১৬৪ ফুট প্রশস্ত রাস্তা, ১৫০ ফুট প্রশস্ত লেক, ১০ ফুট প্রশস্ত ফুটপাথ, ১২ ফুট প্রশস্ত গ্রিন জোন এবং স্বনামধন্য আন্তর্জাতিক বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স’র হেড কোয়ার্টারসহ নানা প্রতিষ্ঠান।

ঢাকার আবাসন মেলা কিংবা পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্প সম্পর্কে জানা যাবে ০১৭০৮৮১৩২৫০, ০১৭০৮৮১৩২৪৪, ০১৭০৮৮১৩২৪৩ নম্বরে। কা.ক