
আগামীকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস (বিটিআই) তিন দিনব্যাপী ‘ছায়াবীথি আবাসন মেলা’ আয়োজন করেছে। রাজধানীর উত্তরখানের মাজার রোডে অবস্থিত ছায়াবীথি প্রজেক্টে এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
মেলায় অ্যাপার্টমেন্টের বুকিং দিলেই পাওয়া যাবে চিকেন কেবিনেট। এ ছাড়া দীর্ঘমেয়াদি কিস্তি, শীর্ষস্থানীয় ব্যাংক থেকে হোম লোনসহ নানা রকমের অফার থাকছে। বিটিআই ছায়াবীথিতে আছে ৯৩৫ থেকে ১০৬৫ স্কয়ার ফিটের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যেখানে শিশুদের জন্য খেলার জায়গা, জিম, সুপারশপ, কমিউনিটি হল, নামাজের স্থান, বারবিকিউ জোনসহ আধুনিক সব সুযোগ সুবিধা।