আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
মোহাম্মদপুরে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবাসিক প্লটের বাণিজ্যিক ব্যবহার বন্ধে ১৭ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক)। অভিযানের শুরুতে শ্যামলীর ৮/১ রিংরোড আদাবর আবাসিক ভবনের কার পার্কিং-এ অবৈধভাবে তৈরি ঘোস্ট রাইডজ ক্যাফে উচ্ছেদ করা হয়।

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতেৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আদলতকে ইমারত বিধিমালা সংক্রান্ত আইনি সহযোগিতা করছেন অঞ্চল-৩ এর অথরাইজড অফিসার মোবারক হোসেন ও সহকারী অথরাইজড অফিসার রংগন মন্ডল, ইলিয়াস আলী এবং ইমারত পরিদর্শক মোহাম্মদ পারভেজ ও সোলাইমান হোসেন।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ একটি ভবন সাত দিনের মধ্যে অপসারণের জন্য মালিকের কাছ থেকে মুচলেকা নেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত।