
ক্রেতাদের ব্যাপক সাড়া পড়েছে চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্রখ্যাত ফিরিঙ্গিবাজার এয়াকুব নগর দোভাষ লেনের এপিক ডি রিভারাইন–এ। ২৬ জুলাই শুরু হওয়া চারদিনের এপিক আবাসন মেলায় ফ্ল্যাট ক্রেতাদের উপস্থিতি ছিল নজরকাড়া। তাই গ্রাহকদের ব্যাপক আগ্রহে আরো দু’দিন মেয়াদ বাড়ানো হয়েছে। সাধ ও সাধ্যের সমন্বয় ঘটানো হয়েছে এপিক ডি রিভারাইন প্রকল্পে। প্রকল্পটিতে ১২১৫ থেকে ২৪৯৫ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। রয়েছে দীর্ঘমেয়াদী কিস্তির সুবিধাও। কিস্তি সুবিধার কারণে বিনিয়োগকারীদের জন্য এ প্রকল্পে বিনিয়োগ অনেক সহজতর। তাই আর দেরি না করে কর্ণফুলী নদীর তীরে শান্তির বসতি পেতে চলে আসুন এপিক ডি রিভারাইন প্রজেক্টে। আগ্রহী ক্রেতারা মেলাসহ এপিক–এ ফ্ল্যাট বুকিং দেয়ার জন্য হটলাইন ০১৯৩৯–৬৬৬২২২–এ যোগাযোগ করতে পারেন।
এপিক প্রপার্টিজের হেড অব সেলস এন্ড মার্কেটিং খুরশিদ আলম বলেন, ‘এপিক গ্রাহকসেবাকে সবসময় অগ্রভাগে রাখে। তারই ফলশ্রুতিতে এবারের মেলাতেও নতুন পুরোনো ফ্ল্যাট ক্রেতারা ভিড় করছেন আমাদের মেলায়। ক্রেতাদের আগ্রহের কারণে এ মেলার মেয়াদ আরো দুদিন বাড়ানো হয়েছে।‘
তিনি বলেন, ‘নান্দনিক নির্মাণশৈলীর কারণে সাধারণ গ্রাহকরা এপিকের দিকে ঝুঁকছে। নগরীতে শুধু উচ্চবিত্ত নয়, মধ্যবিত্তের জন্যও মানসম্পন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছে এপিক। দোভাষ লেনের এপিক ডি রিভারাইন এপিকের প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। তাছাড়া আদালত পাড়া, নিউমার্কেট, বাংলাদেশ ব্যাংকসহ নামীদামী স্কুল কলেজের সন্নিকটে হওয়ার কারণে সাধারণ ফ্ল্যাট ক্রেতারা স্বাচ্ছন্দ্যে এপিক ডি রিভারাইন থেকে তাদের পছন্দের ফ্ল্যাট কিনে গৌরবের অংশীদার হতে পারে।’ পূর্বকোণ