আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
নতুনধরা এসেটসের একক আবাসন মেলা

মতিঝিলের ‘হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল’-এ গতকাল অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী নতুনধরা একক আবাসন মেলা। উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদী-উজ-জামান, চেয়ারম্যান বজলুর রহমান ও নির্বাহী পরিচালক ফেরদৌস আলম খান। আরো উপস্থিত ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মেরিনা সাদী ও হেড অব সেলস্ অ্যান্ড মার্কেটিং শাহিন মিয়া শিকদার। ‘নতুন প্রজন্মের নতুন পৃথিবী’ স্লোগানে একক আবাসন উৎসবের ‘কিংডম অব গোল্ডেন গার্ডেন’-এ এককালীন মূল্য পরিশোধে ২৯৯টি প্লটে ফ্রি রেজিস্ট্রেশনসহ গোল্ড কয়েন উপহার দেয়া হচ্ছে।