খিলক্ষেতের নিকুঞ্জ-২ আবাসিক এলাকার ১২ নম্বর রোডের ২১ নম্বর প্লটে রাজউকের নকশাবহির্ভূত নির্মাণাধীন বাড়িতে মঙ্গলবার দুদক অভিযান চালায় বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
হটলাইনে অভিযোগ পেয়ে কমিশনের সহকারী পরিচালক মো. নাজমুচ্ছায়াদাতের নেতৃত্বে চালানো অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার সাঈদা ইসলামও ছিলেন।
প্রণব কুমার বলেন, ছয়তলা ভবনের অনুমোদন পাওয়া নির্মাণাধীন বাড়িটি নকশার বাইরে চারতলা পর্যন্ত ছাদের চারদিকে তিন ফুট সম্প্রসারণ করা হয়েছে। এতে পাশের ভবনগুলোতে শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, “বাড়িটির বর্ধিত অংশ রাজউক দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলবে বলে সাঈদা ইসলাম দুদককে নিশ্চিত করেছেন।”
দুদকের কর্মকর্তা নাজমুচ্ছায়াদাত বলেন, “রাজউকের নকশা অনুযায়ী বাড়িটির পিলার বসানো হলেও পিলারের বাইরে অবৈধভাবে তিন ফুট করে বর্ধিত করা হয়েছে। বর্ধিতাংশ রাজউক ভেঙে ফেলবে। বাড়িটি নির্মাণে অনিয়ম পাওয়ার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হয়েছে। পরবর্তি করণীয় সম্পর্কে কমিশন সিদ্ধান্ত নেবে।”
এ বিষয়ে অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “রাজউকের গভর্ন্যান্সের অভাবে এক শ্রেণির নাগরিক দুঃসাহসে আইন ভাঙছে। দুদক এসব অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেবে, জড়িতদের দুর্নীতিও ধরবে।” বিডিনিউজ২৪