আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
বসুন্ধরা আবাসিক এলাকায় ‘ব্লক রেইড’

রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা সম্পূর্ণ ঘিরে ফেলে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়েছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান খান বলেছেন, “কাঁলাচাদপুর, বসুন্ধরা, নতুন বাজার পুরো এলাকা আমরা একটা ‘কম্বিং অপরারেশন’ করলাম। এটাকে নাম দিই আমরা ব্লক রেইড। এটা আমাদের চলমান কার্যক্রমের একটা অংশ”।

এর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন “এর উদ্দেশ্য হচ্ছে জনজীবনকে নির্বিঘ্ন করা, জনজীবনকে নিরাপদ করা”।

এই এলাকায় নর্থসাউথ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাস্পাস এবং এখানে শনিবার ছাত্র-পুলিশ সংঘর্ষ হয়েছে। ছাত্রদের অনেকে এই এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে।

তবে পুলিশ বলছে, তাদের অভিযানের সাথে নিরাপদ সড়কের দাবিতে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের কোনো সম্পর্ক নেই।

ডিএমপি মুখপাত্র মাসুদুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, এটি একটি ব্লক রেইড, এবং অপরাধী ধরার জন্য এ ধরণের অভিযান তারা প্রায়ই চালিয়ে থাকেন।

বসুন্ধরার অভিযানটিও অপরাধী ধরার জন্যই চালানো হচ্ছে বলে জানান তিনি। নয়া দিগন্ত