আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
বরাদ্দ পেয়েও পূর্বাচলের প্লট ফেরত দিলেন এমপি মিল্লাত

সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিলাত মুন্না পূর্বাচলের ৩ কাঠা জমি বরাদ্দ পেয়েও তা গ্রহণ না করে সরকারের কাছে ফেরত দিয়েছেন। এটা সততা, উদারতা এবং সরকারের আবাসন সমস্যা নিরসনের সহযোগিতার শামিল। রাজউক কর্তৃপক্ষ পূর্বাচলের বরাদ্দ পাওয়া ৩ কাঠা জমির পরিমাণ বাজার মূল্যে প্রায় পৌনে ২ কোটি টাকা।

রাজউক সূত্রে বলা হয়েছে, দশম সংসদের মাননীয় সংসদ সদস্যগণের আবাসন সমস্যা সমাধানের জন্য পূর্বাচলের প্লট বরাদ্দ প্রদান করে। সদর আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিলাত মুন্নার জন্য রাজউক পূর্বাচলের ৩ কাঠা আয়তনের একটি প্লট সাময়িক বরাদ্দ দেয়া হয়। সংসদ সদস্যের ঢাকায় নিজস্ব আবাসন থাকার কারণে পূর্বাচলের এ ৩ কাঠা বরাদ্দ পেয়েও তিনি গ্রহণ করেন নি। এ বিষয়ে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত জানান, এর আগে বিদেশে থাকাকালীন প্রবাসী কোঠায় ১০ কাঠা জমির বরাদ্দ পেয়েছেন। যার মূল্যও পরিশোধ করা হয়েছে। সংসদ সদস্য হিসেবে এ তথ্য গোপন করে ৩ কাঠা (যার বাজার মূল্য পৌনে ২ কোটি টাকা) গ্রহণ করতে পারতাম। কিন্তু বিষয়টি অনৈতিক বিধায় সরকারকে ফেরত দেয়া হয়েছে । জনকণ্ঠ