আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
প্রধানমন্ত্রীর সাথে প্রধান বিচারপতির যে ছবি আলোচনায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ঈদুল আজহার দিন সর্বস্তরের মানুষের সঙ্গে যে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণভবনের যে ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, সেটি হলো প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শুভেচ্ছা বিনিময়। ছবিটিতে দেখা যাচ্ছে, প্রধান বিচারপতি হাত তুলে প্রধানমন্ত্রীকে সালাম জানাচ্ছেন। আর প্রধানমন্ত্রীও হাত তুলে সেই সালামের জবাব দিচ্ছেন।

এর আগের প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। কিন্তু এবারের প্রেক্ষাপটটি ভিন্ন। ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় নিয়ে সরকারের সাথে টানাপোড়েন সৃষ্টি হয়। যার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতির এই শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎ খুবই তাৎপর্যপূর্ণ।

ছবিটি গণমাধ্যমে আসার পরপরই ভাইরাল হয়ে যায়। ছবিটি দেখে অনেকেই একে দেশের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন।