
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমানের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
আজ মঙ্গলবার (১৪ আগস্ট) রিহ্যাবের নিজ কার্যালয়ে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। এ সময় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া এবং ভাইস প্রেসিডেন্ট-২ মোঃ আহকাম উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রিহ্যাব পরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
উল্লেখ্য, বিজিএমইএ এর সভাপতি হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।