
রাজউক-এর খণ্ড জমি বরাদ্দ নিলে দিতে হবে তিনগুণ দাম। এর আগে দুইগুণ দাম দিতে হতো। এরই মধ্যে বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠানটির ১১/২০১৮তম কর্তৃপক্ষের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাজউক’র আওতাধীন গুলশান, বনানী, বারিধারা, নিকুঞ্জ, বাড্ডা পুনর্বাসন প্রকল্প, উত্তরা (১ম পর্ব) এবং উত্তরা (২য় পর্ব)-এর খণ্ড জমি বরাদ্দ নিলে তিনগুণ দাম দিতে হবে। তবে উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্প এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পের খণ্ড জমি বরাদ্দ নিতে চাইলে দ্বিগুণ হারে মূল্য পরিশোধ করতে হবে। রাজউক সূত্রে জানা গেছে, রাজউক’র আওতাধীন প্রকল্পগুলোতে কিছু কিছু প্লটে সরেজমিনে দখল নেয়ার সময় বরাদ্দ করা জমির চেয়ে বেশি অতিরিক্ত বা খণ্ড জমি পাওয়া যায়।
এতদিন এসব বর্ধিত বা খণ্ড জমির মূল্য দ্বিগুণ হারে আদায় করা হতো। বর্তমান অবস্থার প্রেক্ষিতে এ মূল্য বাড়ানোর বিষয়ে গেল কয়েক বছর ধরে আলাপ-আলোচনা চলছিল। এজন্য বোর্ডসভায় খণ্ড জমির দাম তিনগুণ হারে আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মানবজমিন