
বিশেষ কোটায় আরো ১২ এমপিকে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। এনিয়ে গত তিন মাসে চার দফায় ১৫৯ টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ১৩২ জন এমপি রয়েছেন। সর্বশেষ রাজউক-এর বোর্ডসভায় ১২ জন এমপিকে প্লট বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজউক’র পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিন কাঠা আয়তনের এসব প্লট বরাদ্দ দেয়া হয়েছে। রাজউক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রথম দফায় ৯৯ জন সংসদ সদস্যের নামে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেয়।
এরপর দ্বিতীয় দফায় ৩৭ জনের নামে প্লট বরাদ্দ দেয়া হয়। তৃতীয় দফায় ১৮ জন এমপিকে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। সর্বশেষ দফায় ১২ জন এমপিকে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। সর্বশেষ দফায় প্লট বরাদ্দ দিতে গত ১৫ই জুলাই রাজউককে চিঠি দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিন কাঠা আয়তনের প্লট বরাদ্দপ্রাপ্ত এমপিরা হলেন- মহিলা আসন-৩৩ এর ফিরোজা বেগম চিনু, ময়মনসিংহ-১০ আসনের ফাহমী গোলন্দাজ বাবেল, মহিলা আসন-৩৮ এর কামরুন নাহার চৌধুরী,
ময়মনসিংহ-১ আসনের জুয়েল আরেং, মহিলা আসন-৪৮ এর শাহানারা বেগম, নাটোর-২ আসনের মো. শফিকুল ইসলাম শিমুল, ঢাকা-১৯ আসনের ডা. এনামুর রহমান, ঢাকা-১৫ আসনের কামাল আহমেদ মজুমদার, বরিশাল-৩ আসনের এডভোকেট টিপু সুলতান, পার্বত্য খাগড়াছড়ির কুজেন্দ্র লাল ত্রিপুরা,
নেত্রকোনা-৩ আসনের ইখতিকার উদ্দিন তালুকদার পিন্টু এবং নাটোর-১ আসনের মো. আবুল কালাম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন নির্বাচনের তফসিল ঘোষণার আগে ১৩এ ধারায় আরো প্লট বরাদ্দ দেয়া হতে পারে। ওই প্রক্রিয়া এখন চলছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে।