
রাজধানীর মহাখালীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গ্রিনবিল্ডিং ভবন নির্মাণ প্রকল্পটি বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবন নির্মাণের স্থানটি খেলার মাঠ হিসেবে রাখার নির্দেশ দেওয়ায় প্রকল্পটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে হঠাৎ প্রকল্পটি বাতিল হওয়ায় রাজউকের প্রায় ৮ কোটি টাকা ক্ষতি হচ্ছে।
রাজউকের তথ্য অনুযায়ী, মহাখালী সরকারি তিতুমীর কলেজের পাশের ২ দশমিক ৮ একর জমিতে রাজউকের গ্রিনবিল্ডিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৪ সালে। অনুমোদিত ডিপিপি অনুযায়ী ভবনটি ৩১তলা পর্যন্ত নির্মাণের পরিকল্পনা হয়। কিন্তু তা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্ধারিত উচ্চতাকে ছাড়িয়ে যাবে বিধায় বিষয়টি ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি কারিগরি কমিটির সভায় উপস্থাপন করা হয়। কারিগরি কমিটি ২৯তলা পর্যন্ত নির্মাণের সুপারিশ করে। এতে ব্যয় ধরা হয় ৮০০ কোটি ৯৯ লাখ টাকা। প্রকল্প নির্মাণের মেয়াদ ধরা হয় জুলাই ২০১৫ থেকে জুন ২০২০ পর্যন্ত। প্রকল্প নির্মাণের জন্য সয়েল টেস্ট, বুয়েট ও বিটিআরসি কর্তৃক ভেটিং, স্থাপত্য ও কাঠামোগত নকশা প্রণয়নসহ আনুষঙ্গিক কার্যক্রমে ৮ কোটি ৮০ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ৫ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার টাকা ইতোমধ্যে পরিশোধও করা হয়েছে। প্রকল্পের জন্য রাজউকের ১০ কর্মকর্তাকে বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়েও আনা হয়। কিন্তু দরপত্র আহ্বানের কিছুদিন পর সেটি বাতিল করা হয়।