
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত দেশের সবচেয়ে বৃহৎ সংগঠন ‘রোড সেফটি ফাউন্ডেশন’ এর জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব হলেন এ এস এম আবদুল গাফফার মিয়াজী। একই সাথে তাকে ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের দায়িত্বও দেওয়া হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আবদুল গাফফার মিয়াজীকে এ দুটি দায়িত্ব প্রদান করা হয়।
‘রোড সেফটি ফাউন্ডেশন’ এর পাঠানো এক পত্রে আবদুল গাফফার মিয়াজীকে জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব দেয়ার কথা উল্লেখ করা হয়। ফাউন্ডেশন প্রত্যাশা করে, তার নেতৃত্বে দেশে নিরাপদ-জনবান্ধব সড়ক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার কার্যক্রম আরো গতিশীল হবে। খুব শিগগিরই ফাউন্ডেশনের চট্টগ্রাম সকল জেলা, চট্টগ্রাম মহানগর ও থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালিক আবদুল গাফফার মিয়াজী ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম’ রিজিওনাল কমিটির সদস্য এবং প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ‘নাগরিক উন্নয়ন ফোরাম চট্টগ্রাম’ এর সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ব্যবসায়ীক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।