
বগুড়ায় ইভেন্ট ক্রিয়েটারের আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৫ম বগুড়া আবাসন শিল্প মেলা’। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের নবাববাড়ি সড়কে রানার প্লাজা শপিং সেন্টারের আন্ডার গ্রাউন্ডে এই আবাসন শিল্প মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।
মেলায় বগুড়ার রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, ফার্নিচার, লাইটিং ও ক্যাবল কোম্পানিসহ আবাসন শিল্পপণ্য সংশ্লিষ্ট ২৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বুথ হয়েছে ৫৫টি। মেলার স্পন্সর করেছে গাজী রিয়েল এস্টেট, কো-স্পন্সর কমফোর্ট হাউজিং এবং ডিজাইন ১৩ ইন্টেরিয়র। প্রতিদিন সকাল ১১টা থেকে সাড়ে আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। ২৩ মে এই মেলা শেষ হবে।
উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা বগুড়া রিয়েল এস্টেট এসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল করিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।