
আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গতকাল অনুষ্ঠিত আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ২৬ তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। আলমগীর শামসুল আলামিন (কাজল) কয়েক বছর ধরে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
আলমগীর শামসুল আলামিন (কাজল) আবাসন খাতের র্শীষ প্রতিষ্ঠান শামসুল আলামিন রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আলমগীর শামসুল আলামিন (কাজল) আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রিহ্যাব পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শুভেছা ও অভিনন্দন জানিয়েছেন রিহ্যাব পরিচালকবৃন্দ। বিজ্ঞপ্তি।