
আবাসন খাত ও নগরায়ন নিয়ে এখন থেকেই কার্যকর পরিকল্পনা শুরু না করলে শিগগির বাসযোগ্যতা হারাবে রাজধানী।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ম্যাগাজিন পত্রিকা” মুক্ত আকাশের” আয়োজনে বসতি দিবসের অনুষ্ঠানে এ মত দেন বক্তারা। আবাসন খাত নিয়ে উন্নত দেশগুলো যেভাবে কাজ করছে তা অনুসরণ করে এ খাতের উন্নয়নে আন্তরিক হওয়ার পরামর্শও দেন তারা। উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। পরে আবাসন খাতের উন্নয়নে অবদান রাখায় দশজনকে সম্মাননা দেয়া হয়।