আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
নতুন আবাসন হচ্ছে গ্রিন কনসেপ্টে: গৃহায়ণ মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, পাঁচ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক হাউজিং প্রকল্প বাস্তবায়ন করেছি। নতুন আবাসনগুলো গ্রিন কনসেপ্টে হচ্ছে। পানিকে সম্পদে পরিণত করতে বৃষ্টির পানি ধরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি সংস্থাগুলোর ভবন নির্মাণে। সব শৌচাগারে ফ্লাশের কাজে খাবারের পানি ব্যবহার করা যাবে না।’

শুক্রবার (৫ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) আয়োজিত ‘গ্রিন অ্যান্ড পিপিপি কনভেনশন অ্যান্ড এক্সপো’উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গ্রিন কারখানা নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। গ্রিন কনসেপ্ট নিয়ে না এগোলে বাংলাদেশের জন্য ক্ষতি হবে।’ গৃহস্থালি বর্জ্য থেকে কাগজ, কাচ, পলিথিন আলাদা করে কম্পোস্ট সারসহ নানা ধরনের মূল্যবান জিনিসপত্র তৈরির জন্য সিটি করপোরেশন ও পৌরসভাকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘অল্প টাকায় জাম্বুরি পার্ক করে লাখো মানুষের হৃদয় জয় করেছি। বায়েজিদে একটি পার্ক করছি। চট্টগ্রামের প্রাণস্পন্দন ডিসি হিল, এটি সুন্দর করার জন্য বড় প্রকল্প হাতে নিচ্ছি। জিইসি মোড়ে ৫০ তলা বাণিজ্যিক ভবন হবে, যেখানে সিনেপ্লেক্সসহ বিশাল কর্মযজ্ঞ হবে।’

স্বাগত বক্তব্যে বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট একেএম আবদুল্লাহ বলেন, ‘আধুনিক বিশ্বে উন্নয়ন হচ্ছে পরিবেশের ক্ষতি না করে। বিশ্বব্যাংক গ্রিন কারখানাকে সুবিধা দিচ্ছে।’

নগরের জিইসি কনভেনশন সেন্টারে বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম ফরমানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও ফটিকছড়ির ফনিক্স সিরামিক অ্যান্ড অটো ব্রিকসের উদ্যোক্তা এটিএম পেয়ারুল ইসলাম।