আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
দুবাইয়ে রিহ্যাব ফেয়ার করার আহ্বান প্রবাসীদের

মধ্যপ্রাচ্যের শহর দুবাইয়ে আবাসন মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ফেয়ার করার জন্য আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। শুক্রবার (৫ অক্টোবর) রাতে দুবাইয়ের একটি  হোটেলে ‘কাম অ্যান্ড বিল্ড ইয়োর মাদারল্যান্ড’ শীর্ষক এক কনফারেন্সে প্রবাসীদের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে  রিহ্যাব এই তথ্য জানিয়েছে।

কনফারেন্সে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া বলেন, ‘প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনও ধরনের সমস্যায় না পড়ে সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।’

দুবাই অ্যাম্বাসির শীর্ষ কর্মকর্তা ইকবাল হোসেন খান বলেন, ‘প্রবাসীরা যাতে ঠিকভাবে ভোটার আইডি কার্ড পান, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

কনফারেন্সে রিহ্যাবের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া। এ সময় প্রবাসীরা দুবাই এ রিহ্যাবের পক্ষ থেকে মেলা করার আহ্বান জানালে তিনি বলেন, ‘দ্রুত আলোচনা করে দুবাইয়ে রিহ্যাবের পক্ষ থেকে মেলার আয়োজন করা হবে।’

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

কনফারেন্সে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি পৃথক বাণী পড়ে শোনানো হয়। এছাড়া কনফারেন্সে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের ওপর প্রেজেন্টেশন তুলে ধরা হয়।

প্রবাসীরা নানা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশ গঠনের শুরু থেকে। তাদের রেমিটেন্স আহরণে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এবার প্রবাসী বাংলাদেশীদের নিরাপদ বিনিয়োগ সুযোগের আহ্বান জানানোর জন্য বিভিন্ন দেশে কনফারেন্স আয়োজন করছে সেন্টার ফর এনআরবি।

বিনিয়োগ বিষয়ক এই কনফারেন্সে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিকসহ দুবাইয়ের বিভিন্ন পেশার এনআরবিরাও উপস্থিত ছিলেন।