আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ে শক্তিশালী সেকেন্ডারি বাজার গড়ে তোলা গুরুত্বপূর্ণ: রিহ্যাব

কম নিবন্ধন ব্যয়ের মাধ্যমে ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে শক্তিশালী সেকেন্ডারি বাজার গড়ে উঠলে তা প্রাথমিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন রিহ্যাব নেতৃবৃন্দ।

রিহ্যাবের নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টর্সদের স্বাগত জানিয়ে বিপ্রপার্টি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন রিহ্যাব নেতারা।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন বিপ্রপার্টির প্রধান নির্বাহী মার্ক নসওয়ার্দি। রিহ্যাবের পরিচালনা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ ছাড়াও এতে উপস্থিত ছিলেন বিপ্রপার্টির উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য অতিথিগণ।

অনুষ্ঠানে  রিহ্যাব এর পক্ষে বক্তব্য প্রদান করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট মোঃ আনোয়ারুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট মো: আবদুল কৈয়ূম চৌধুরী। অনুষ্ঠানে বিপ্রপার্টির পক্ষে বক্তব্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক নসওয়ার্দি।

রিহ্যাব-বিপ্রপার্টি এক সাথে কাজ করার মাধ্যমে বাংলাদেশের রিয়েল এস্টেট গ্রাহকদের জন্য তা কল্যাণ বয়ে আনবে বলে মত ব্যক্ত করেন অনুষ্ঠানের আয়োজক এবং উপস্থিত অতিথিগণ।

অনুষ্ঠানে রিহ্যাব বোর্ড অব ডিরেক্টর্সদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাকিল কামাল চৌধুরী, প্রকৌশলী রতন কুমার দত্ত, মোঃ রবিউল হাসনাত, মোহাম্মদ আলী দ্বীন, ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী, তৌহিদা সুলতানা, প্রকৌশলী মোঃ মহিউদ্দিন সিকদার, প্রদীপ কর্মকার, এ.এফ এম ওবায়দুল্লাহ, এস. এম দেলোয়ার হোসেন, মোঃ শাহাদৎ হোসেন এবং সেলিম রাজা পিন্টু প্রমূখ।