আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
প্রথমবারের মতো সিরামিক মেলা নভেম্বরে

সিরামিক টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার শিল্পকে একত্রে বলা হয় সিরামিক খাত। দেশের দ্রুত বর্ধনশীল একটি খাত হচ্ছে এই সিরামিক। এ খাতের কোম্পানি ও পণ্যকে আন্তর্জাতিকভাবে আরও পরিচিতি এবং ব্র্যান্ডিং করতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘সিরামিক এক্সপো বাংলাদেশ-২০১৭’। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়(আইসিসিবি) আগামী ৩০ নভেম্বর এই আন্তর্জাতিক মেলা শুরু হবে, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। মেলার আয়োজক বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।

তিন দিনের এ মেলায় থাকবে সিরামিক বিষয়ে বিভিন্ন সেমিনার। আয়োজক কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে সিরামিকের এটিই প্রথম আন্তর্জাতিক মেলা। দেশীয় কোম্পানির তৈরি পণ্য এ মেলায় প্রদর্শন ও ব্র্যান্ডিং করা হবে। এ ছাড়া এর মাধ্যমে দেশীয় সিরামিক পণ্য বাজারজাতকরণের পাশাপাশি এই পণ্য ব্যবহারে সচেতনতা বাড়ানো হবে। মেলায় প্রদর্শনীর পাশাপাশি থাকবে বিক্রির ব্যবস্থা। থাকবে আকর্ষণীয় ছাড়। দেশীয় সব সিরামিক কোম্পানির বাইরে সিরামিক উৎপাদনকারী বিদেশি কোম্পানিও এতে অংশ নেবে। মেলা প্রথম ও দ্বিতীয় দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। শেষ দিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

সিরামিক খাতে বর্তমানে ২০টি টেবিলওয়্যার, ২৬টি টাইলস ও ১৬টি স্যানেটারিওয়্যার উৎপাদনকারী কোম্পানি রয়েছে। এর মধ্যে বছরে ২৫০ মিলিয়ন পিস টেবিলওয়্যার, ১২০ মিলিয়ন স্কয়ার মিটার টাইলস ও ৭.৫ মিলিয়ন পিস স্যানেটারিওয়্যার উৎপাদিত হয়। বর্তমানে এ খাতে দেশি-বিদেশি প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে। সিরামিক পণ্য রপ্তানি করে বছরে ৪২ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। গত ৫ বছরে উৎপাদনের প্রবৃদ্ধি ছিল দ্বিগুণ। এ খাতে কর্মরতদের মধ্যে ৪০ শতাংশ নারী। মানসম্পন্ন ও টেকসই হওয়ায় এ খাতে উৎপাদিত পণ্য ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ৫০ দেশে রপ্তানি হচ্ছে।

মেলার গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে আকিজ সিরামিকস ও চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সিলভার স্পন্সর ডিবিএল সিরামিকস, মুন্নু সিরামিকস ও প্রতীক সিরামিকস। শেষ দিন এক্সিবিউটর সার্টিফিকেট, স্টল ডিজাইন অ্যাওয়ার্ড,র‌্যাফেল ড্র ও গালা নাইট অনুষ্ঠিত হবে।