আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
রাজউকের ফ্ল্যাট আইডি পেলেন ৭৯৭ গ্রাহক

রাজধানীর উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ৭৯৭ জন গ্রাহককে ফ্ল্যাট আইডি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ রোববার সকালে লটারির মাধ্যমে গ্রাহকদের মধ্যে এই আইডি দেয়া হয়।

রাজউক অডিটরিয়ামে আইডি প্রদানের এ লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাড. শ ম রেজাউল করিম।

গ্রাহকদের জন্য উত্তরায় তিন পর্যায়ে আবাসিক ফ্ল্যাট নির্মাণ করেছে রাজউক। প্রকল্পের ‘এ’ ব্লকের মোট ৮২৬টি ফ্লাটের মধ্যে মূল্য পরিশোধ সাপেক্ষে আজ ৭৯৭ জনকে ফ্ল্যাট আইডি দিয়েছে রাজউক।

ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তরা এখনি নিজ নিজ ফ্ল্যাটে উঠতে পারবেন বলেও অনুষ্ঠানে জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান মো: আব্দুর রহমান।

রাজউক সূত্র জানিয়েছে, বরাদ্দযোগ্য আরো প্রায় ১১শ’ ফ্ল্যাট বিক্রি হবে। এ বিষয়ে বিস্তারিত বিররণ পত্রিকায় দেয়া হয়েছে। ফরম বিক্রি ও জমাদানের জন্য চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত সময় নির্ধারিত আছে। ইতোমধ্যে অনেকে উত্তরায় ফ্ল্যাট বরাদ্দ পেতে আবেদনও করেছেন। আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।

সংস্থাটির চেয়ারম্যান মো: আবদুর রহমান আরো জানান, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকের মধ্যে ৮৭ একর জমিতে ৭৯টি ১৬ তলা ভবনে গ্রস ১৬৫৪ বর্গফুটের (নীট ১২৭৬ বর্গফুট) আয়তনের ৬৬৩৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে ৭৩টি ভবনে ফ্ল্যাট নির্মাণ শেষ হয়েছে। অবশিষ্ট ৬টি ভবনে ৫০৪টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলমান আছে। এছাড়া মোট ৬৬৩৬ টি ফ্ল্যাটের মধ্যে ইতোমধ্যে ৫৫৪১ ফ্ল্যাট বরাদ্দ প্রদান করা হয়েছে। গত বছরের ১০ সেপ্টেম্বর প্রথম লটারির মাধ্যমে ৮৩৭ এবং ৭ জানুয়ারি ২০১৮-তে দ্বিতীয় লটারির মাধ্যমে ২৬২১ জনকে ফ্ল্যাট আইডি দেয়া হয়েছে। নয়াদিগন্ত