
বন্ধ হয়ে গেল দৈনিক সকালের খবর পত্রিকা। বৃহস্পতিবার এক নোটিশের মাধ্যমে পত্রিকাটি বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। আগামীকাল কাল শুক্রবার থেকে পত্রিকাটি প্রকাশ হবে না। ২০১১ সালের ২২ মে পত্রিকাটি প্রকাশ হয়েছিল। শুরু থেকেই পত্রিকাটিতে লস দিয়ে আসছিলেন মালিক পক্ষ।
সকালের খবরের একজন সাংবাদিক জানান, অনেক দিন ধরে পত্রিকাটি সাবসিডি দিয়ে প্রকাশ হয়ে আসছিল। তবে আলাপ আলোচনা চলছে। হয়তো পুনরায় প্রকাশ হতে পারে তবে সেটা সময় সাপেক্ষ।
এদিকে পত্রিকাটি বন্ধ হওয়ার খবরে দুঃখ ওহ ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সাংবাদিকরা। পত্রিকাটিতে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতনসহ পাওনা পরিশোধ না করেই বন্ধ করে দেয় পত্রিকাটি। পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে গেল আমাদের শতাধিক সংবাদকর্মী।