আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
রিহ্যাব এর অর্থায়নে রোহিঙ্গাদের জন্য টয়লেট ও টিউবওয়েল স্থাপন

রোহিঙ্গাদের জন্য টয়লেট ও টিউবওয়েল স্থাপনের কাজ করছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন বাংলাদেশ (রিহ্যাব)। রিহ্যাব এর অর্থায়নে রোহিঙ্গা শিবিরে ৫০টি টয়লেট ও ১০টি ডীপ টিউবওয়েল স্থাপন করা হবে।

ইতিমধ্যে টয়লেট ও টিউবওয়েল এর কাজ শুরু হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের মাঝে শাড়ী, লুঙ্গী, ওরস্যালাইন এবং বাচ্চাদের মাঝে বিস্কিট প্রদানের কাজও হাতে নিয়েছে রিহ্যাব। এই সহায়তামূলক প্রোগ্রানের নাম দেওয়া হয়েছে “রোহিঙ্গা স্যানিটেশন প্রজেক্ট”।

আরাকান থেকে উচ্ছেদ করার পর বাংলাদেশে আশ্রয় নেওয়া মুসলিম রোহিঙ্গাদের মাঝে ব্যাপক হারে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণ করলেও টয়লেট ও টিউবওয়েল স্থাপনের দিকে কেউ নজর দেয়নি। এই জন্য রিহ্যাবের এই “রোহিঙ্গা স্যানিটেশন প্রজেক্ট” উদ্যোগের প্রসংসা করেছেন অনেকেই।

ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রিহ্যাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি। এছাড়া উপস্থিত থাকবেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আহকাম উল্লাহ ইমাম খান। এই স্যানিটেশন প্রজেক্ট এর কাজ সমন্বয় করছেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিয়নের চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। তাকে সহযোগীতা করছেন হাজী দেলোয়ার হোসেন, রিহ্যাব পরিচালক ইন্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, মোঃ ওমর ফারুক, মোহাম্মদ জাফর, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের প্রেস এন্ড মিডিয়া কমিটির কনভেনার এস এম আব্দুল গাফফার মিয়াজী।